নিউজিল্যান্ড ও বাংলাদেশ সিরিজ বিশ্বকাপের আগে এই সিরিজ এর মূল্য তেমন নাই বললেই চলে সে কারনেই দুই দল ই তাদের গুরুত্বপূর্ন প্লেয়ারদের বিশ্রাম দিয়েছে এবং বেঞ্চ এর শক্তিমত্তা যাচাই করছে। কিন্তু খেলা যেহেতু বাংলাদেশ এ এবং বহুদিন পর মিরপুর এ খেলা হচ্ছে তাহলে দর্শকের কি কোনো অবহেলা থাকে । শত কাজকে সাইড এ রেখে তারা চলে আসবে মাঠে তাদের প্রিয় বাংলাদেশ কে সমর্থন দিতে।
প্রথম ওডিআই তে সবাই অপেক্ষায় ছিলো তাদের প্রিয় তামিম ইকবাল ও মাহমুদঊল্লাহ রিয়াদ এর ব্যাটিং দেখার জন্য কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিলো তাদের বিরুদ্ধে। নিউজিল্যান্ড এর ৩৩.৪ ওভার এ ই খেলা এর পরিসমাপ্তি ঘটে। তবে গ্রাউন্ডসম্যান দের সাথে বৃষ্টি একটু বেশী ই খেলা করেছে। এই আছে এই নেই করে।
তবে আজকে সমর্থকরা নিশ্চই চাইবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড এর দ্বিতীয় ম্যাচ টি পুরোটাই দেখতে। হবে কি তাদের আশা পূরন। আবহাওয়া কি বলছে আজকে?
আবহাওয়া এর পূর্ভাবাস এ জানা গেছে আজকের ম্যাচ এ ও বৃষ্টি বাধা হবে কিছু সময়ের জন্য। তবে আজকে খেলার একটা ফলাফল আসবে বলেও জানা যাচ্ছে। তবে আমরা সাধারন দর্শক হিসেবে পুরো ১০০ ওভার ই দেখতে চাই। আর তাদের কে দুইম্যাচ হারাতে পারলেই র্যাংকিং এ ছয় এ উঠে আসবে বাংলাদেশ। যা বিস্বকাপের আগে একটা সস্ত্যির নিউজ ই বলা চলে।
তানজিম হাসান সাকিব ইঞ্জুরি এর কারনে দলের বাইরে যেতে হচ্ছে তাকে।
তবে কমপক্ষে একটি পরিবর্তন আসবে বাংলাদেশ দলে কারন গত ম্যাচ এ ৫.৪ ওভার করা তানজিম হাসান সাকিব ইঞ্জুরিতে পড়ায় তার পরিবর্তে দলে ফেরেন বিশ্বকাপ পরিকল্পনায় বিশ্রামে থাকা পেসার হাসান মাহমুদ। তবে হাসান মাহমুদ কে একাদশ এ দেখা না ও যেতে পারে যেহেতু ১৫ সদস্যের স্কোয়াড এ খালেদ আহমেদ রয়েছে। বিসিবি নিশ্চই চাইবেন না বিশ্বকাপ এর আগে আরেকটা নিয়মিত দলে অবদান রাখা প্লেয়ার ইঞ্জুরিতে পড়ুক। তাই আমার মতে আজকে খালেদ কে খেলানো উচিৎ। আজকের একাদশ যেমন হওয়া উচিত তামিম, তানজিদ, লিটন, হৃদয়, মাহমুদউল্লাহ, সোহান, সৌম্য, মাহেদি, নাসুম, মুস্তাফিজ এবং খালেদ।